প্রকাশিত: Mon, Dec 19, 2022 4:15 PM
আপডেট: Wed, Apr 30, 2025 12:00 AM

একজনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়া ও কক্সবাজারে ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকের সংঘর্ষে আহত ৮

মুরাদ হাসান : দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল দেখার আয়োজন করা হয়। বুধবার রাতে ম্যাচ চলাকালে ও পরে উল্লাস করতে  গিয়ে আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকদের মধ্যে কয়েকটি স্থানে সংঘর্ষ হয়। 

কুষ্টিয়া : প্রতিনিধি ফয়সাল চৌধুরী জানান,  সদর উপজেলায় আর্জেন্টিনা ও ব্রাজিলের  সমর্থকদের সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। উপজেলার হাটশহরিপুর বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সদর উপজেলার হরিপুর গ্রামের আখের আলীর ছেলে মোফাজ্জল, আবু হানিফের ছেলে সায়েম আলি , আমদ আলীর ছেলে অমিত , জুয়েল , একই এলাকার শিপন , বিজয়  ও চাঁদ আলী ।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলা হাটশহরিপুর বাজারে ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা দেখার আয়োজন করেন স্থানীয়রা। খেলায় প্রথম প্রথমার্ধে আর্জেন্টিনা দুই গোল দিলে সমর্থকরা বিভিন্নভাবে উল্লাস করতে থাকেন। ফাইনাল খেলায় ফ্রান্সের সমর্থন দেওয়াই ব্রাজিলের সাপোর্টাররা খেলা দেখা বাদ দিয়ে ওই স্থান ত্যাগ করেন। কিছুক্ষণ পর ফ্রান্স দুই গোল দিলে ব্রাজিলের সমর্থকরা আবারও সেখানে এসে উল্লাস করতে থাকেন। এতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  কুষ্টিয়া মডেল থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, এ ঘটনা মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

কক্সবাজার : জেলা প্রতিনিধি আয়াছ রনি জানান,  মহেশখালীতে  ইসমাইল নামে এক আর্জেন্টাইন সমর্থককে রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ব্রাজিল সমর্থকদের বিরুদ্ধে। মহেশখালীতে শামলাপুর ইউনিয়নে জেএম ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ইসমাইল মহেশখালী জেএম ঘাট এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কক্সবাজার মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, বর্তমানে তার রক্ত বমি হচ্ছে। তার অবস্থা তেমন ভালো না। তাই আমরা তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছি।

মহেশখালী থানার ওসি প্রণব কুমার চৌধুরী বলেন,  পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  বিষয়টি খতিয়ে  দেখা হচ্ছে। সম্পাদনা: এল আর বাদল